সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা জানার জন্য
ভ্রমনেচ্ছুগণ বিভিন্ন জনের কাছে অথবা গুগলে অনুসন্ধান করে থঅকেন। কিন্তু সঠিক তথ্যের অভাবে
সঠিক পরিকল্পনা সাজাতে পারেন না। যারা সিলেট থেকে ঢাকা গমনের জন্য পারাবত
এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন, এই আর্টিকেলটি আপনার জন্য।
এই আর্টিকেল থেকে জেনে নিন সিলেট টু ঢাকা চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট
থেকে কখন ছাড়ে, কখন ঢাকাতে পৌঁছায়, কোন্ কোন্ স্টেশনে বিরতি দেয়, ভাড়ার পরিমাণ কত
ইত্যাদি তথ্য। আর্টিকেলটি মনোয়োগ সহকারে পেড়ে জেনে নিনে এই ট্রেন সম্পর্কে
বিস্তারিত তথ্য।
পেজ সূচীপত্রঃ সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
- সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
- শেষ কথাঃ সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা
ভ্রমন পিপাসুদের জন্য সিলেট এক অনন্য পছন্দ। প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে এ’
অঞ্চলের জুড়ি মেলা ভার। পাহাড়, ঝর্ণা, চা বাগান, নীল জলের স্রোত সব মিলিয়ে সিলেট
মনকে প্রশান্ত করে দেয়। সেই সিলেট ভ্রমন করারা জন্কয ঢাকা হয়ে প্রেরচুর মানুষ
সিলেট আসেন। তাদের ঢাকায় নিরাপদে ফেরার জন্য পারাবত এক্সপ্রেস ট্রেন হচ্ছে উত্তম
পছন্দের পরিবহন।
সিলেট থেকে ঢাকা গমনের জন্য যেমন রয়েছে প্লেনের ব্যবস্থা, তেমনি রয়েছে বাস ও
ট্রেনের ব্যবস্থাও। যানজট এড়িয়ে, নিরাপদে ও সুলভে ভ্রমনের জন্য পারাবত
এক্সপ্রেস ট্রেনটি জনপ্রিয় ও আরামদায়ক মাধ্যম হিসেবে দীর্ঘদিন হতে বিবেচিত।
পারাবত এক্সপ্রেস ট্রেনে যারা ভ্রমনে আগ্রহী তাদের জন্য সিলেট টু ঢাকা পারাবত
এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা-কে এই আর্টিকেলে বিষয় হিসেবে বেছে
নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
সিলেট হতে ঢাকা চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়ে, কখন
পৌঁছে, ভাড়া কত টাকা, কিভাবে টিকিট কাটা যায় ইত্যাদির সর্বশেষ তথ্য নিয়ে এই
আর্টিকেলটি সাজানো হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিন আপনার অজানা
তথ্য, যাতে আপনার ভ্রমন স্বাচ্ছন্দপূর্ণ হয়।
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে
আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই কোন্ কোন্ ট্রেন এই রুটে চলাচল করে থাকে। এই রুটে
বর্তমানে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলি হচ্ছে-১.
পারাবত এক্সপ্রেস, ২. পারাবত এক্সপ্রেস, ৩. উপবন এক্সপ্রেস এবং ৪. কালনী
এক্সপ্রেস।
এই আর্টিকেলে আমরা মূলতঃ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন নিয়েই আলোচনা করব। অন্য
আর্টিকেলে অন্য এক্সপ্রেস ট্রেন নিয়ে লেখার প্রত্যাশা রইল। সিলেট থেকে ছেড়ে আসার
সময় এই ট্রেনটির পরিচিতি নম্বর হচ্ছে পারাবত এক্সপ্রেস-৭১০।
পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ১৯ মার্চ, ১৯৮৬ সালে। তখন থেকে এই ট্রেন
এই রুটে নিয়মিত চলাচল করছে। এই ট্রেনে সাধারনতঃ ১৬ টি বগি বা কোচ থাকে। এর মধ্যে
২ টি এসি চেয়ার কার, ২ টি এসি স্লিপার, ১ টি নন-এসি কেবিন, ৮ টি নন-এসি চেয়ার
কার, ১ টি পাওয়ার কার ও ২ টি গার্ড কার। এই ট্রেনে মোট আসন সংখ্যা ৭১৯ টি। শোভন
চেয়ার নন এসি-৪৮০ জন, এসি চেয়ার-১১০ জন, এসি স্লিপার-৬৬ জন, এসি সীট-৩৩ জন,
পেন্ট্রি কার-৩০ জন। এই ট্রেনে মিটার গেজ ডিজেল ইঞ্জিন বা লোকোমোটিভ
(জিটি-৩৮/জিটি-৪০) ব্যবহৃত হয়।
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
যাত্রার পূর্বে সঠিক পরিকল্পনা সাজানো, টিকিট ক্রয়, স্টেশনে উপস্থিতি ইত্যাদি
সফলভাবে যাতে শেষ করে ট্রেন ভ্রমন নির্বিঘ্ন করা যায় সেজন্য পারাবত এক্সপ্রেস
ট্রেনের সময়সূচী জানা অত্যন্ত জরুরী। এই আর্টিকেলে পারাবত এক্সপ্রেস
ট্রেনের সময়সূচী বিস্তারিত দেয়া হয়েছে।
পারাবত এক্সপ্রেস ট্রেনটির সাপ্তহিক ছুটি প্রতি মঙ্গলবার। মঙ্গলবার ছাড়া সপ্তাহের
অন্য ছয় দিন বিকাল ৪ঃ০০ মিনিটে সিলেট স্টেশন ত্যাগ করে এবং প্রায় ৬ ঘন্টা ৪০
মিনিট চলার পর রাত ২২ঃ৪০ মিনিটে ঢাকা পৌঁছায়।
নীচে সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর সময়, সাপ্তাহিক
ছুটির দিন ইত্যাদি তথ্য ছক আকারে দেয়া হলো।
| ট্রেনের নাম ও নম্বর | যে স্টেশন থেকে ছাড়ে | ছাড়ার সময় | যে স্টেশনে গন্তব্য | গন্তব্যে পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস-৭১০ | সিলেট | বিকাল ১৬ঃ০০ | ঢাকা | রাত ২২ঃ৪০ | মঙ্গলবার বার |
আরও পড়ুনঃ খুলনা টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ২০২৫ ও ভাড়ার হার
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
সিলেট টু ঢাকা পারাবত এক্মপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে
আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেন
কোন্ কোন্ স্টেশনে কতক্ষণের যাত্রাবিরতি করে থাকে। তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কারণ যেহেতু যাত্রাপথের সকল স্টেশনে এই আন্তঃনগর ট্রেনগুলি থামেনা, সেহেতু কোন্
স্টেশনে কতক্ষণ থামে সেটা জানা থাকলে যাত্রা পরিকল্পনা ও সেই অনুযায়ী ওঠা-নামা
করতে সুবিধা হয়। নীচে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির তথ্য
প্রদান করা হলো।
পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনঃ
পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি শুরু ও শেষ স্টেশন বাদে যাত্রাপথে মোট ১০ টি
স্টেশনে যাত্রাবিরতি করে থাকে। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির সময় বিভিন্ন
রকম। সেই তথ্য নীচে প্রদান করা হলো।
| স্টেশনের নাম | পৌঁছে | ছাড়ে | স্টেশনে বিরতি |
|---|---|---|---|
| সিলেট | স্টেশনে অপেক্ষমান | ১৬ঃ০০ | যাত্রা শুরু |
| মাউজগাঁও | ১৬ঃ৩৯ | ১৬ঃ৪১ | ০ঃ০২ মিনিট |
| কুলাউড়া | ১৭ঃ০৬ | ১৭ঃ০৯ | ০ঃ০৩ মিনিট |
| ভানুগাছ | ১৭ঃ৩৯ | ১৭ঃ৪১ | ০ঃ০২ মিনিট |
| শ্রীমঙ্গল | ১৭ঃ৫৯ | ১৮ঃ০২ | ০ঃ০৩ মিনিট |
| শায়েস্তাগঞ্জ | ১৮ঃ৪৬ | ১৮ঃ৪৯ | ০ঃ০৩ মিনিট |
| নয়াপাড়া | ১৫ঃ৫০ | ১৫ঃ৫২ | ০ঃ০২ মিনিট |
| আজমপুর | ১৯ঃ১০ | ১৯ঃ১২ | ০ঃ০২ মিনিট |
| ব্রাহ্মনবাড়িয়া | ১৯ঃ১০ | ১৯ঃ১২ | ০ঃ০২ মিনিট |
| ভৈরব | ২০ঃ৫৫ | ২০ঃ৫৮ | ০ঃ০৩ মিনিট |
| বিমানবন্দর | ২২ঃ১২ | ২২ঃ১৪ | ০ঃ০২ মিনিট |
| ঢাকা | ২২৪০ | স্টেশনে অবস্থান | যাত্রাশেষ |
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ ও ভাড়ার তালিকা সম্পর্কে
আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী পারাবত এক্সপ্রেস ট্রেনের
ভাড়ার হার। আমরা সবাই জানি, ভাড়ার পরিমাণ নির্ভর করে দূরত্বের উপর এবং আসন
ব্যবস্থার উপর। আন্তঃনগর এই ট্রেনটিতে বিভিন্ন রকম আসন ব্যবস্থা রয়েছে। আসন
ভিত্তিক ভাড়ার তালিকা দেয়া হলো। তালিকায় উল্লেখিত সকল ভাড়া ভ্যাট সহ হিসেবে
বিবেচনা করতে হবে। তবে অনলাইনে টিকিট কাটতে হলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০
(বিশ) টাকা যোগ হবে।
পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাঃ
(সিলেট হতে-)
| স্টেশনের নাম | শোভন চেয়ার আসনের ভাড়া, টাকা | স্নিগ্ধা আসনের ভাড়া, টাকা | এসি-সীট আসনের ভাড়া, টাকা |
|---|---|---|---|
| মাইজগাঁও | ৫০ | ১১৫ | -- |
| কুলাউড়া | ৭০ | ১৩৩ | ১৬১ |
| ভানুগাছ | ১০৫ | ১৯৬ | ২৩৬ |
| শ্রীমঙ্গল | ১২০ | ২২৫ | ২৭১ |
| শায়েস্তাগঞ্জ | ১৫০ | ২৮৮ | ৩৪৫ |
| নয়াপাড়া | ১৭৫ | ৩২৮ | ৩৯৭ |
| আজমপুর | ২১৫ | ৪১৪ | ৪৯৫ |
| ব্রাহ্মণবাড়িয়া | ২৪৫ | ৪৬৬ | ৫৫৮ |
| ভৈরব | ২৯০ | ৫৫৮ | ৬৬৭ |
| বিমানবন্দর | ৪১০ | ৭৮৮ | ৯৪৩ |
| ঢাকা | ৪১০ | ৭৮৮ | ৯৪৩ |
উল্লেখ্য, এই ভাড়ার তালিকা বর্তমান প্রচলিত হার অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই
হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ
রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ই-টিকেটিং সাইট (eticket.railway.gov.bd) দেখার
জন্য অনুরোধ করা হলো।
সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেন নিয়ে সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
সিলেট টু ঢাকা যারা ভ্রমন করতে চান তাদের মনে আরও কিছু সাধারণ প্রশ্ন
জাগতে পারে। যেগুলির উত্তর তারা সচারচর খুঁজে পান না। নীচে এমন কয়েকটি
প্রশ্নের উত্তর দেয়া হলো।
১। খুলনা হতে সিলেটে রেলপথের দূরত্ব কত?
উত্তরঃ খুলনা হতে সিলেটের ঢাকার রেলপথের দূরত্ব ২৭৫ কিলোমিটার।
২। ভ্রমনের সময় কি জাতীয় পরিচয় পত্র সাথে রাখা বাধ্যতামূলক?
উত্তরঃ না, ভ্রমনের সময় জাতীয় পরিচয় পত্র রাখা বাধ্যতামূলক নয়।
৩। শিশুর বয়স কত বছর হলে বয়স্ক টিকেট কাটার প্রয়োজন হবে ?
উত্তরঃ রেলওয়ের নীতিমালা অনুযায়ী ১২ বছর বয়সী শিশুদের জন্য অপ্রাপ্তবয়স্ক টিকেট (Minor Ticket) টিকেট কিনতে হবে। আর ১২ বছর পেরিয়ে গেলে বয়স্ক টিকেট কাটতে হবে।
আরও পড়ুনঃ সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
৪। লাগেজ-এর ওজন কত কেজি পর্যন্ত পরিবহনের জন্য কোনো মূল্য দিতে হয়
না?
উত্তরঃ এসি শ্রেণীতে ৫৬ কেজি ও শোভন শ্রেণীতে ২৮ কেজি পর্যন্ত মালামাল
পরিবহনের জন্য কোনো মূল্য পরিশোধ করার প্রয়োজন হয় না।
শেষ কথাঃ সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ২০২৬ এবং ভাড়ার তালিকা
এতক্ষণ সিলেট টু ঢাকা পারাবত এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬ এবং ভাড়ার তালিকা
নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। সিলেট টু ঢাকা রূটে ট্ট্রেনে ভ্রমন সবসময় এক
আলাদা অনুভূতি দেয়। সবুজ পাহাড়, চা-বাগান সহ নানা প্রাকৃতিক সৌন্দর্য পিছনে
ফেলে ছুটে চলার মজা্ শুধূ অনুভব করা যায়, তা’ যেন বর্ননার অতীত।
এই কনটেন্টে এই রুটে যে সকল ট্রেন চলাচল করে তার মধ্যে পারাবত এক্সপ্রেস ট্রেন
কোন্ কোন্ স্টেশনে যাত্রা বিরতি দেয়, কতক্ষণ যাত্রা বিরতি দেয়, আসন শ্রেণী
অনুযায়ী ভাড়ার হার, ট্রেনে কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা
করা হয়েছে। এটি পড়ে এই রুটে চালাচলকারী অন্যান্য ট্রেনের মধ্যে পারাবত
এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে আপনারা সহজেই চলাচল করতে পারবেন।
আশাকরি যারা গোধুলীর পড়ন্ত বিকেলে আরো-আঁধারীর দৃশ্য দেখতে দেখতে সিলেট থেকে
ঢাকা যেতে চান তাদের জন্য এই কনটেন্টটি কার্যকরী হিসেবে বিবেচিত হবে। এই
কনটেন্ট পড়ে সঠিক সময়সূচী জানা, ভাড়ার তথ্য জানার মাধ্যমে আপনাদের যাত্রা
স্মরণীয় ও আরামদায়ক হোক। এই কামনা করছি। আমরা সিলেট থেকে ঢাকা বা ঢাকা থেকে
সিলেট রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে ভিন্ন
কনটেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তাই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।

বহুবিধ.কম-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url