সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা জানার জন্য সিলেট থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে গমনকারী অনেকেই খোঁজ নিয়ে থাকেন। আপনি কি ট্রেনে করে সিলেট থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেসে করে ভ্রমন করতে ইচ্ছুক। কিন্তু ট্রেনের সময়সূচী, ভাড়ার পরিমাণ সম্পর্কে জানা নেই? জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে করে সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন জনের কাছে অথবা গুগলে অনুসন্ধান করছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। 

সিলেট-টু-ঢাকা-জয়ন্তিকা-এক্সপ্রেস ট্রেনের-সময়সূচী-২০২৫-ও-ভাড়ার-তালিকা
এই আর্টিকেল থেকে জেনে নিন সিলেট টু ঢাকা চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কখন ছাড়ে, কোন্ কোন্ স্টেশনে যাত্রাবিরতি দেয়, ভাড়ার পরিমাণ কত, ইত্যাদি তথ্য। তথ্যসমূহ বিস্তারিত জানতে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার অনুরোধ করছি।

পেজ সূচীপত্রঃ সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা

সিলেট থেকে হাজারো যাত্রী ঢাকার উদ্দেশ্যে ভ্রমন করে থাকেন। সিলেট থেকে ঢাকা যাতায়াতের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন হচ্ছে একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী  পরিবহন ব্যবস্থা। বাংলাদেশের  পূর্বাঞ্চল হতে ব্যবসা-বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা, ঘোরাঘুরি প্রভৃতি কাজে ঢাকা শহরে আসেন। যানজট এড়িয়ে নিরাপদ ও সাশ্রয়ী ভ্রমনের জন্য তখন তারা বাসের পরিবর্তে এই ট্রেনকেই বেছে নেয়। 

সিলেট টু ঢাকা রুটে যাতায়াতের জন্য বাস, ট্রেন ও প্লেনে ভ্রমন করা যায়। কিন্তু যারা নিরাপদে, সময়ের অনিশ্চয়তা কাটিয়ে, সুলভে যাতায়াত করতে চান তাদের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি জনপ্রিয় ও আরামদায়ক মাধ্যম হিসেবে দীর্ঘদিন হতে বিবেচিত। তাই যারা এই রুটে ট্রেনে ভ্রমন করতে ইচ্ছুক তাদের জন্য সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা-কে এই আর্টিকেলে বিষয় হিসেবে বেছে নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার

সিলেট টু ঢাকা রুটে ২০২৫ সালে চলাচলকারী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি কখন ছাড়ে, কখন পৌঁছে, ভাড়া কত টাকা, কিভাবে টিকিট কাটা যায় ইত্যাদি প্রয়োজনীয় তথ্য নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আপনার ভ্রমনকে নিরাপদ ও স্বাচ্ছন্দে ভরে তুলুন।

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই কোন্ কোন্ ট্রেন এই রুটে চলাচল করে থাকে। এই রুটে বর্তমানে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলি হচ্ছে-১. কালনী এক্সপ্রেস, ২. জয়ন্তিকা এক্সপ্রেস, ৩. পারাবত এক্সপ্রেস এবং ৪. উপবন এক্সপ্রেস। 

এই আর্টিকেলে আমরা মূলতঃ আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন নিয়েই আলোচনা করব। অন্য আর্টিকেলে অন্য এক্সপ্রেস ট্রেন নিয়ে লেখার প্রত্যাশা রইল। সিলেট থেকে ছেড়ে আসার সময় এই ট্রেনটির পরিচিতি নম্বর হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস-৭১৮। 

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ১৩ মে, ১৯৮৬ সালে। তখন থেকে এই ট্রেন এই রুটে নিয়মিত চলাচল করছে। এই ট্রেনে সাধারনতঃ ১৪ টি বগি বা কোচ থাকে। এর মধ্যে ২ টি এসি চেয়ার কার, ১ টি এসি স্লিপার, ৮ টি নন-এসি চেয়ার কার, ১ টি পাওয়ার কার ও ২ টি গার্ড কার। গার্ড কার এক প্রকার মিশ্র কোচ যা গার্ড/ব্রেক ভ্যান বা খাবার সার্ভিসের জন্য ব্যবহৃত হয়। এতে কোরিয়ার তৈরী মিটার গেজ ডিজেল ইঞ্জিন বা লোকোমোটিভ (ইএসডি-২৯২৯ জিটি১৮এলএ-২) ব্যবহৃত হয়।

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সিলেট টু ঢাকা ট্রেন ভ্রমনের জন্য জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা অত্যন্ত জরুরী। যাত্রার পূর্বে সঠিক পরিকল্পনা সাজানো, টিকিট ক্রয়, স্টেশনে উপস্থিতি ইত্যাদি সফলভাবে যাতে শেষ করে ট্রেন ভ্রমন নির্বিঘ্ন করা যায় সেজন্য ট্রেনের সময়সূচী সম্পর্কে ভালোভাবে ওয়াকেবহাল থাকা আবশ্যক। ভ্রমনেচ্ছুগণ, এই আর্টিকেল পড়লে আপনারা ট্রেনের সকল সময়সূচী বিস্তারিত জেনে যাবেন। সকলের সুবিধার জন্য এই আর্টেকেলটি লেখা হয়েছে। বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তহিক ছুটি প্রতি বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের অন্য ছয় দিন দুপুর ১২ঃ০০ মিনিটে সিলেট স্টেশন ত্যাগ করে এবং প্রায় ৭ ঘন্টা ১৫ মিনিট চলার পর সন্ধ্যা ১৯ঃ১৫ মিনিটে ঢাকা পৌঁছায়। 

নীচে সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর সময়, সাপ্তাহিক ছুটির দিন ইত্যাদি তথ্য ছক আকারে দেয়া হলো। 
ট্রেনের নাম ও নম্বর যে স্টেশন থেকে ছাড়ে ছাড়ার সময় যে স্টেশনে গন্তব্য গন্তব্যে পৌঁছার সময় বন্ধের দিন
জয়ন্তিকা এক্সপ্রেস-৭১৮ সিলেট দুপুর ১২ঃ০০ ঢাকা সন্ধ্যা ১৯ঃ১৫ বৃহস্পতি বার

আরও পড়ুনঃ খুলনা টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ও ভাড়ার হার

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্মপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে কতক্ষণের যাত্রাবিরতি করে থাকে। তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু যাত্রাপথের সকল স্টেশনে এই আন্তঃনগর ট্রেনগুলি থামেনা, সেহেতু কোন্ স্টেশনে কতক্ষণ থামে সেটা জানা থাকলে যাত্রা পরিকল্পনা ও সেই অনুযায়ী ওঠা-নামা করতে সুবিধা হয়। নীচে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির তথ্য প্রদান করা হলো।

জয়ন্তিকা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনঃ
জয়ন্তিকা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি শুরু ও শেষ স্টেশন বাদে যাত্রাপথে মোট ১৪ টি স্টেশনে যাত্রাবিরতি করে থাকে। বিভিন্ন  স্টেশনে যাত্রাবিরতির সময় বিভিন্ন রকম। সেই তথ্য নীচে প্রদান করা হলো।
স্টেশনের নাম পৌঁছে ছাড়ে স্টেশনে বিরতি
সিলেট স্টেশনে অপেক্ষমান ১২ঃ০০ যাত্রা শুরু
মাউজগাঁও ১২ঃ৪৮ ১২ঃ৫০ ০ঃ০২ মিনিট
কুলাউড়া ১৩ঃ১৭ ১৩ঃ২০ ০ঃ০৩ মিনিট
ভানুগাছ ১৪ঃ১৯ ১৪ঃ২১ ০ঃ০২ মিনিট
শ্রীমঙ্গল ১৪ঃ৪০ ১৪ঃ৪৫ ০ঃ০৫ মিনিট
শায়েস্তাগঞ্জ ১৫ঃ২২ ১৫ঃ২৫ ০ঃ০৩ মিনিট
শাহজীবাজার ১৫ঃ৩৭ ১৫ঃ৩৯ ০ঃ০২ মিনিট
নয়াপাড়া ১৫ঃ৫০ ১৫ঃ৫২ ০ঃ০২ মিনিট
মনতলা ১৬ঃ০৭ ১৬ঃ১৯ ০ঃ০২ মিনিট
হরষপুর ১৬ঃ১৮ ১৬ঃ২০ ০ঃ০২ মিনিট
মুকুন্দপুর ১৬ঃ৩০ ১৬ঃ৩২ ০ঃ০২ মিনিট
আজমপুর ১৬ঃ৪৬ ১৬ঃ৪৮ ০ঃ০২ মিনিট
ব্রাহ্মণবাড়িয়া ১৭ঃ০৯ ১৭ঃ১৩ ০ঃ০৪ মিনিট
আশুগঞ্জ ১৭ঃ২৮ ১৭ঃ৩০ ০ঃ০২ মিনিট
বিমানবন্দর ১৮ঃ৪০ -- -- মিনিট
ঢাকা ১৯ঃ১৫ স্টেশনে অবস্থান যাত্রা শেষ

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার। আমরা সবাই জানি, ভাড়ার পরিমাণ নির্ভর করে দূরত্বের উপর এবং আসন ব্যবস্থার উপর। আন্তঃনগর এই ট্রেনটিতে বিভিন্ন রকম আসন ব্যবস্থা রয়েছে। আসন ভিত্তিক ভাড়ার তালিকা দেয়া হলো। তালিকায় উল্লেখিত সকল ভাড়া ভ্যাট সহ হিসেবে বিবেচনা করতে হবে। তবে অনলাইনে টিকিট কাটতে হলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ (বিশ) টাকা যোগ হবে।

জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাঃ
(সিলেট হতে-)
স্টেশনের নাম শোভন চেয়ার আসনের ভাড়া, টাকা স্নিগ্ধা আসনের ভাড়া, টাকা এসি-সীট আসনের ভাড়া, টাকা
মাইজগাঁও ৫০ ১১৫ --
কুলাউড়া ৭০ ১৩৩ ১৬১
ভানুগাছ ১০৫ ১৯৬ ২৩৬
শ্রীমঙ্গল ১২০ ২২৫ ২৭১
শায়েস্তাগঞ্জ ১৫০ ২৮৮ ৩৪৫
শাহজীবাজার ১৬৫ ৩১১ ৩৭৪
নয়াপাড়া ১৭৫ ৩২৮ ৩৯৭
মনতলা ১৯০ ৩৬৩ ৪৩২
হরষপুর ২০০ ৩৮০ ৪৫৫
মুকুন্দপুর ২০৫ ৩৯১ ৪৭২
আজমপুর ২১৫ ৪১৪ ৪৯৫
ব্রাহ্মণবাড়িয়া ২৪৫ ৪৬৬ ৫৫৮
আশুগঞ্জ ২৬০ ৫০১ ৫৯৮
বিমানবন্দর ৪১০ ৭৮৮ ৯৪৩
ঢাকা ৪১০ ৭৮৮ ৯৪৩

উল্লেখ্য, এই ভাড়ার তালিকা বর্তমান প্রচলিত হার অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ই-টিকেটিং সাইট (eticket.railway.gov.bd) দেখার জন্য অনুরোধ করা হলো।

সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে কেন যাবেন

বাংলাদেশ রেলওয়ের ট্রেন ভ্রমনের আলোচনা মানেই চকমপ্রদ এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। সিলেট টু ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ভ্রমনও ঠিক একই অভিজ্ঞতা প্রদান করে। 

* নান্দনিক প্রাকৃতিক দৃশ্যঃ সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে দেখা যাবে ছোটি ছোট টিলা, মনোরম সবুজে ঘেরা চা বাগান সহ নানা প্রাকৃতিক দৃশ্য, যা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে।
* আরামদায়ক ভ্রমনঃ দীর্ঘ পথ চলায় বাধাহীনভাবে গন্তব্যের দিকে যাত্রার অপর নাম ট্রেন ভ্রমন। যানজট, ধূলা-বালি এড়িয়ে নিরাপদে পৌছানো ভ্রমনকে আরামাদায়ক করে তোলে।
* সাশ্রয়ী বিকল্পঃ জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ভ্রমন মানে তুলনামূলক সাশ্রয়ী যাত্রা। সাধ্যের মধ্যে সিলেট থেকে ঢাকা পৌঁছানোর বিকল্প হচ্ছে এই ট্রেন ভ্রমন।

এছাড়া রয়েছে চলন্ত অবস্থায়ও হাটাহাটি করার সুযোগ। রয়েছে টয়লেটের ব্যবস্থা, মোবাইল চার্জিং-এর ব্যবস্থা। দুপুরে যাত্রা শুরু করে সন্ধ্যার মধ্যে ঢাকা পৌছানোর এক সময়োপযোগী বাহন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন।

শেষ কথাঃ সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ২০২৫ এবং ভাড়ার তালিকা

এতক্ষণ সিলেট টু ঢাকা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ এবং ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। সিলেট টু ঢাকা ট্রেনের রুটটি আমাদের দেশে গুরুত্বপূর্ণ, নিরাপদ ও জনপ্রিয় যাতায়াত মাধ্যমে। এই রুটে চালাচলকারী অন্যান্য ট্রেনের মধ্যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে আপনারা সহজেই চলাচল করতে পারবেন। 

এই কনটেন্টে এই রুটে যে সকল ট্রেন চলাচল করে তার মধ্যে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে যাত্রা বিরতি দেয়, কতক্ষণ যাত্রা বিরতি দেয়, আসন শ্রেণী অনুযায়ী ভাড়ার হার, ট্রেনে কি সুবিধা পাওয়া যায় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।     

আশাকরি যারা দিনের আলোয় প্রাকৃতিক পরিবেশের মনোলোভা দৃশ্য দেখেতে দেখতে সিলেট থেকে ঢাকা যেতে চান তাদের জন্য এই কনটেন্টটি কার্যকরী হিসেবে বিবেচিত হবে। সঠিকভাবে সময়সূচী জানা, ভাড়ার তথ্য জানার মাধ্যমে আপনাদের যাত্রা স্মরণীয় ও আরামদায়ক হোক। এই প্রত্যাশা রইল। আমরা সিলেট ঢাকা রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সময়সূচী ও ভাড়ার হার অন্য কনটেন্টের মাধ্যমে জানানোর আশা রাখি। তাই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বহুবিধ.কম-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Author Bio

Sanjib Kumar Roy
Engr. Sanjib Kumar Roy
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও বহুবিধ.কম এর এডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৫ বছরের অভিজ্ঞতায় তিনি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে যাচ্ছেন।