সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
আপনি কি ট্রেনে করে সিলেট থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে কালনী এক্সপ্রেসে করে ভ্রমন করতে ইচ্ছুক। কিন্তু ট্রেনের সময়সূচী, ভাড়ার পরিমাণ সম্পর্কে জানা নেই? কালনী এক্সপ্রেস ট্রেনে করে সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন জনের কাছে অথবা গুগলে অনুসন্ধান করছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা জানার জন্য সিলেট থেকে ঢাকা বা মধ্যবর্তী কোনো স্টেশনে গমনকারী অনেকেই খোঁজ নিয়ে থাকেন। এই আর্টিকেল থেকে জেনে নিন সিলেট টু ঢাকা চলাচলকারী কালনী এক্সপ্রেস ট্রেন কখন ছাড়ে, কোন্ কোন্ স্টেশনে যাত্রাবিরতি দেয়, ভাড়ার পরিমাণ কত, ইত্যাদি তথ্য। মনোযোগ সহকারে আর্টেকেলটি পড়ুন এবং জেনে নিন কালনী এক্সপ্রেসে ভ্রমনের বিস্তারিত তথ্য।
পেজ সূচীপত্রঃ সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
- সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
- শেষ কথাঃ সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা
সিলেট বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি অত্যন্ত সুন্দর ও এতিহ্যবাহী শহর, যার প্রাকৃতিক সৌন্দর্য ও প্রবাসী সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। তাই হাজারো যাত্রী সিলেটে ভ্রমনের উদ্দেশ্যে আসেন। আবার সিলেট থেকে ফিরে যান নিজ নিজ গন্তব্যে। সিলেট থেকে ব্যবসা-বাণিজ্য, পড়াশুনা, চিকিৎসা ইত্যাদি নানা কাজে অনেক মানুষ রাজধানী ঢাকা গমন করেন। সিলেট থেকে ঢাকা
যাতায়াতের জন্য কালনী এক্সপ্রেস ট্রেন হচ্ছে একটি নিরাপদ, আরামদায়ক ও
সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা। বাংলাদেশের পূর্বাঞ্চল হতে ব্যবসা-বাণিজ্য,
লেখাপড়া, চিকিৎসা, ঘোরাঘুরি প্রভৃতি কাজে ঢাকা শহরে আসেন।
সিলেট টু ঢাকা রুটে যাতায়াতের জন্য প্রেন, ট্রেন ও বাসে ভ্রমন করা যায়। যানজট এড়িয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের জন্য এই সকল ভ্রমনকারীগণ বাসের পরিবর্তে এই ট্রেনকেই বেছে নেন। আর সিলেট থেকে ঢাকা ভ্রমনের টেনগুলির মধ্যে কালনী এক্সপ্রেস ট্রেনটি জনপ্রিয় ও আরামদায়ক মাধ্যম হিসেবে দীর্ঘদিন হতে
বিবেচিত। এই রুটে ট্রেনে ভ্রমন করতে ইচ্ছুক যাত্রীদের সুবিধার্থে সিলেট টু ঢাকা
কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ খুলনা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার হার
সিলেট টু ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ২০২৫ সালে কখন
ছাড়ে, কখন পৌঁছে, ভাড়া কত টাকা, কিভাবে টিকিট কাটা যায় ইত্যাদি আপ টু ডেট তথ্য
নিয়ে এই আর্টিকেলটি সাজানো হয়েছে। আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে আপনার সিলেট টু ঢাকা ভ্রমন পরিকল্পনা অনেকটাই সহজ হব বলে বিশ্বাস করি।
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেন সম্পর্কে তথ্য
সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই কোন্ কো্ন্ ট্রেন এই রুটে চলাচল করে থাকে। এই রুটে বর্তমানে চারটি আন্তঃনগর
ট্রেন চলাচল করে। চলাচলকারী আন্তঃনগর ট্রেন দুটি হচ্ছে-১. জয়ন্তিকা এক্সপ্রেস, ২.
কালনী এক্সপ্রেস, ৩. পারাবত এক্সপ্রেস এবং ৪. উপবন এক্সপ্রেস।
এই আর্টিকেলে আমরা মূলতঃ আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন নিয়েই আলোচনা করব।
অন্য আর্টিকেলে অন্য এক্সপ্রেস ট্রেন নিয়ে লেখার প্রত্যাশা রইল। সিলেট থেকে ছেড়ে
আসার সময় এই ট্রেনটির পরিচিতি নম্বর হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস-৭৭৪।
কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয় ১৫ মে, ২০১২ সালে। তখন থেকে এই ট্রেন
এই রুটে নিয়মিত চলাচল করছে। এই ট্রেনে সাধারনতঃ ১২ টি বগি বা কোচ থাকে। এর মধ্যে ৩ টি এসি কোচ, ৬ টি নন-এসি কোচ, ১ টি পাওয়ার কার ও
২ টি গার্ড কার। এতে মিটার গেজ ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন-লোকোমোটিভ (ক্লাস-২৯০০) ব্যবহৃত হয়।
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনে ভ্রমনেচ্ছুদের জন্য কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা
অত্যন্ত জরুরী। সিলেট স্টেশন হতে কখন ছাড়ে, কখন ঢাকায় পৌছায়, কোন্ কো্ন্ স্টেশনে যাত্রা বিরতি দেয়, টিকিট ক্রয়ের ব্যবস্থা কি, ভাড়ার হার কত, ইত্যাদি অনেক তথ্য ট্রেন ভ্রমন নির্বিঘ্ন করার জন্য ট্রেনের সময়সূচী সম্পর্কে ভালোভাবে জানা থাকা আবশ্যক। ভ্রমনেচ্ছুগণ, এই
আর্টিকেল পড়লে আপনারা টেনের সকল সময়সূচী বিস্তারিত জেনে যাবেন। সকলের সুবিধার
জন্য এই আর্টেকেলটি লেখা হয়েছে। বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
কালনী এক্সপ্রেস ট্রেনটির সাপ্তহিক ছুটি প্রতি শুক্রবার। শুক্রবার ছাড়া
সপ্তাহের অন্য ছয় দিন ভোর ৬ঃ১৫ মিনিটে সিলেট স্টেশন ত্যাগ করে এবং প্রায় ৬ঃ৪০ মিনিট চলার পর দুপুর ১২ঃ৫৫ মিনিটে ঢাকা পৌঁছায়।
নীচে সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময়, পৌঁছানোর সময়, সাপ্তাহিক
ছুটির দিন ইত্যাদি তথ্য ছক আকারে দেয়া হলো।
| ট্রেনের নাম ও নম্বর | যে স্টেশন থেকে ছাড়ে | ছাড়ার সময় | যে স্টেশনে গন্তব্য | গন্তব্যে পৌঁছার সময় | বন্ধের দিন |
|---|---|---|---|---|---|
| কালনী এক্সপ্রেস-৭৭৪ | সিলেট | েভার ৬ঃ১৫ | ঢাকা | দুপুর ১২ঃ৫৫ | শুক্রবার |
আরও পড়ুনঃ খুলনা টু রাজশাহী এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ও ভাড়ার হার
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্টেশনসমূহ
সিলেট টু ঢাকা কালনী এক্মপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী কালনী এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে কতক্ষণের যাত্রাবিরতি
করে থাকে। তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু যাত্রাপথের সকল স্টেশনে এই
আন্তঃনগর ট্রেনগুলি থামেনা, সেহেতু কোন্ স্টেশনে কতক্ষণ থামে সেটা জানা থাকলে
যাত্রা পরিকল্পনা ও সেই অনুযায়ী ওঠা-নামা করতে সুবিধা হয়। নীচে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির তথ্য প্রদান করা হলো।
কালনী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনঃ
কালনী এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি শুরু ও শেষ স্টেশন বাদে যাত্রাপথে মোট ১১ টি
স্টেশনে যাত্রাবিরতি করে থাকে। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির সময় বিভিন্ন
রকম। সেই তথ্য নীচে প্রদান করা হলো।
| স্টেশনের নাম | পৌঁছে | ছাড়ে | স্টেশনে বিরতি |
|---|---|---|---|
| সিলেট | স্টেশনে অপেক্ষমান | ০৬ঃ১৫ | যাত্রা শুরু |
| মাউজগাঁও | ০৬ঃ৫৫ | ০৬ঃ৫৭ | ০ঃ০২ মিনিট |
| কুলাউড়া | ০৭ঃ২৩ | ০৭ঃ২৬ | ০ঃ০৩ মিনিট |
| শমসেরনগর | ০৭ঃ৫০ | ০৭ঃ৫২ | ০ঃ০২ মিনিট |
| শ্রীমঙ্গল | ০৮ঃ১৭ | ০৮ঃ২০ | ০ঃ০৩ মিনিট |
| শায়েস্তাগঞ্জ | ০৮ঃ৫৭ | ০৯ঃ০০ | ০ঃ০৩ মিনিট |
| হরষপুর | ০৯ঃ৫২ | ০৯ঃ৫৪ | ০ঃ০২ মিনিট |
| আজমপুর | ১০ঃ২০ | ১০ঃ২২ | ০ঃ০২ মিনিট |
| ব্রাহ্মণবাড়িয়া | ১০৪৮ | ১০ঃ৫১ | ০ঃ০৩ মিনিট |
| ভৈরব বাজার | ১১ঃ১০ | ১১ঃ১৩ | ০ঃ০৩ মিনিট |
| নরসিংদী | ১১ঃ৪৩ | ১১ঃ৪৫ | ০ঃ০২ মিনিট |
| বিমানবন্দর | ১২ঃ২৪ | -- | -- মিনিট |
| ঢাকা | ১২ঃ৫৫ | স্টেশনে অবস্থান | যাত্রা শেষ |
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ ও ভাড়ার তালিকা সম্পর্কে আলোচনার এ’ পর্যায়ে
জেনে নিই সিলেট টু ঢাকা চলাচলকারী কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার হার। আন্তঃনগর এই ট্রেনটিতে
বিভিন্ন রকম আসন ব্যবস্থা রয়েছে। আসন ভিত্তিক ভাড়ার
তালিকা দেয়া হলো। তালিকায় উল্লেখিত সকল ভাড়া ভ্যাট সহ হিসেবে বিবেচনা করতে হবে।
তবে অনলাইনে টিকিট কাটতে হলে সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২০ (বিশ) টাকা যোগ
হবে।
কালনী এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকাঃ
(সিলেট হতে-)
| স্টেশনের নাম | শোভন চেয়ার আসনের ভাড়া, টাকা | স্নিগ্ধা আসনের ভাড়া, টাকা | এসি-সীট আসনের ভাড়া, টাকা |
|---|---|---|---|
| মাইজগাঁও | ৫০ | ১১৫ | -- |
| কুলাউড়া | ৭০ | ১৩৩ | ১৬১ |
| শমসেরনগর | ৯৫ | ১৮৪ | ২১৯ |
| শ্রীমঙ্গল | ১২০ | ২২৫ | ২৭১ |
| শায়েস্তাগঞ্জ | ১৫০ | ২৮৮ | ৩৪৫ |
| হরষপুর | ২০০ | ৩৮০ | ৪৫৫ |
| আজমপুর | ২১৫ | ৪১৪ | ৪৯৫ |
| ব্রাহ্মণবাড়িয়া | ২৪৫ | ৪৬৬ | ৫৫৮ |
| ভৈরব বাজার | ২৯০ | ৫৫৮ | ৬৬৭ |
| নরসিংদী | ৩৩৫ | ৬৪৪ | ৭৭১ |
| বিমানবন্দর | ৪১০ | ৭৮৮ | ৯৪৩ |
| ঢাকা | ৪১০ | ৭৮৮ | ৯৪৩ |
উল্লেখ্য, এই ভাড়ার তালিকা বর্তমান প্রচলিত হার অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। এই
হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তাই সর্বশেষ তথ্য নিশ্চিত হওয়ার জন্য বাংলাদেশ
রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা ই-টিকেটিং সাইট (eticket.railway.gov.bd) দেখার
জন্য অনুরোধ করা হলো।
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেসঃ সাধারণ জিজ্ঞাসা ও উত্তর
সিলেট টু ঢাকা ভ্রমনেচ্ছুদের মনে কিছু সাধারণ জিজ্ঞাসা জন্ম নিতে পারে। নীচে এ’ ধরণের কয়েকটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি।
১। সিলেট হতে ঢাকার রেলপথের দূরত্ব কত?
উত্তরঃ সিলেট হতে ঢাকার রেলপথের দূরত্ব হবে ৩১৯ কিলোমিটার।
২। ট্রেনটি কি সময়মত চলে?
উত্তরঃ সাধারনতঃ সময়মত চলে। তবে কুয়াশা, সিগন্যাল সমস্যা ইত্যাদি কারণে কিছু দেরী হতে পারে।
৩। শিশুর বয়স কত বছর হলে বয়স্ক টিকেট কাটার প্রয়োজন হবে ?
উত্তরঃ রেলওয়ের নীতিমালা অনুযায়ী শিশুর বয়স ১২ বছর হলে বয়স্ক টিকেট কিনতে হবে।
৪। লাগেজ-এর ওজন কত কেজি পর্যন্ত বিনামূল্যে বহন করা যায়?
উত্তরঃ এসি শ্রেণীতে ৫৬ কেজি ও শোভন শ্রেণীতে ২৮ কেজি পর্যন্ত বিনামূল্যে বহন করা যায়।
৫। সিলেট-ঢাকা রুটে কালনী এক্সপ্রেসে ভ্রমন কতটা আরামদায়ক?
উত্তরঃ মোটামুটি আরামদায়ক। একটু দ্রুতগামী। কম স্টেশনে যাত্রা বিরতি দেয়।
৬। কালনী এক্সপ্রেস ট্রেনের বাথরুমের অবস্থা কেমন?
উত্তরঃ নন-এসি কোচের চেয়ে এসি কোচে তুলনামূলক ভালো।
শেষ কথাঃ সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময় সূচী ২০২৫ এবং ভাড়ার তালিকা
সিলেট টু ঢাকা কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ এবং ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত
আলোচনা করা হলো। সিলেট টু ঢাকা ট্রেনের রুটটি আমাদের দেশে ভ্রমন পিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় যাতায়াত মাধ্যম। এই রুটে চালাচলকারী অন্যান্য ট্রেনের মধ্যে কালনী এক্সপ্রেস ট্রেন ব্যবহার করে আপনারা সহজেই চলাচল করতে
পারবেন।
এই কনটেন্টে এই রুটে যে সকল ট্রেন চলাচল করে তার মধ্যে কালনী এক্সপ্রেস ট্রেন কোন্ কোন্ স্টেশনে যাত্রা
বিরতি দেয়, কতক্ষণ যাত্রা বিরতি দেয়, আসন শ্রেণী অনুযায়ী ভাড়ার হার, ট্রেনে কি
সুবিধা পাওয়া যায় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা
হয়েছে।
আশাকরি যারা ভোরে সিলেট হতে রওনা হয়ে দুপরে ঢাকা পৌছে নিশ্চিন্তে দুপুরের লাঞ্চ সারতে চান তাদের জন্য কালনী এক্সপ্রেস ট্রেনটি হতে পারে সবচেয়ে পছন্দের। এই কনটেন্টটির মাধ্যমে কালনী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানা, ভাড়ার তথ্য জানার মাধ্যমে আপনাদের যাত্রা স্মরণীয় ও আরামদায়ক হোক। এই প্রত্যাশা রইল। আমরা সিলেট ঢাকা রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সময়সূচী ও ভাড়ার হার অন্য কনটেন্টের মাধ্যমে জানানোর আশা রাখি। তাই আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।

বহুবিধ.কম-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url