রিয (Rizz) : চ্যাটের এআই (AI) এসিস্ট্যান্ট
বর্তমান সময়ে অনলাইন
চ্যাটিং যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম। যখন শব্দ করে কথা না-বলার বাধ্যবাধকতা রয়েছে
অথবা পারিপার্শ্বিক পরিবেশ কথা বলার উপযোগি নয়, তখন চ্যাট-ই একমাত্র ভরসা।কখনও মুখোমুখি
কথা বলার চেয়ে চ্যাট অনেকটা ঝুঁকিমুক্ত। আবার কখনও তা’ অপর প্রান্তে থাকা প্রিয়জনের
মুড বা প্রত্যাশা অনুযায়ী না-হওয়ায় মান-অভিমান সহ ব্রেক-আপের পর্যায়ে চলে যেতে পারে।এমন
ঝুঁকি থেকে মুক্তি দিতে পারে চ্যাটের এআই এসিস্ট্যান্ট রিয (Rizz)
।
Rizz
শব্দটির
প্রকৃত অর্থ হলো ক্যারিশম্যাটিক গুন বা আকর্ষণ করার ক্ষমতা। এটি ব্যবহার করেন অভিনেতা
টম হল্যান্ড ২০২২ সালে এক টেলিভিশন সাক্ষাতকারে। পরে সামাজিক যোগযোগ মাধ্যমে তা ছড়িয়ে
পড়ে।অবশ্য এর আগেও টিকটক সহ মিডিয়ায় এই শব্দটির সীমিত ব্যবহার ছিল। এমনকি ২০২৩ সালে
Rizz
শব্দটি
আরও শব্দ যেমন-parasocial, de-influencing, swiftie সাথে প্রতিদ্বন্দ্বিতা করে অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্যা
ইয়ার হিসাবে বিবেচিত হয়।
এমনি ক্যারিশম্যাটিক
গুনসম্পন্ন শব্দকে তাই একটি AI Assistant-এর নামকরনে ব্যবহার
করা হয়েছে। Rizz AI Assistant আসলে চ্যাটিংকে সহজ,
আকর্ষণীয় ও প্রয়োজনানুগ করে তোলে। শুধু ব্যক্তি পর্যায়েই নয়, প্রাতিষ্ঠানিক পর্যায়েও
Rizz ব্যবহার হতে পারে।
নিজেকে উপস্থাপনের আত্মবিশ্বাস নেই, সাহসহীনতায় ভুগছেন, কী
বলবেন, কীভাবে শুরু করবেন ভাবছেন। সমাধান দিতে পারে Rizz
AI Assistant। সুন্দর, সাবলীল, স্মার্ট কথা বলার মাধ্যমে অপর প্রান্তে থাকা ব্যক্তিবে
অভিভূত করবে, আপ্লুত করবে। তাতে আপনার সম্পর্কের দৃঢ়তা, দীর্ঘস্থায়িত্ব বৃদ্ধিতে সহায়ক
হবে। অনেকের অভিমত Rizz তাদের কথোপকথনে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে,
যোগযোগ দক্ষতা বৃদ্ধি করেছে। এটা শিখিয়েছে কীভাবে গোপনীয়তা রক্ষা করে কথা বলতে শুরু
করতে হয় এবং খাঁটি বন্ধন সৃষ্টি করতে হয়।
তাই Rizz
AI Assistant হতে পারে Gen Z দের চমৎকার পছন্দ।
Rizz
নিয়ে
আরও কথা পরবর্তীতে লেখার আশা রাখি।
বহুবিধ.কম-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url